ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২০, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে থিত বন্দুকযুদ্ধেএক যুবক নিহত হয়েছে। নিহত জালাল উদ্দিন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জালাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন সে ভারতে পলাতক ছিলেন। শুক্রবার সকালে স্থানীরা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সূত্র জানায়, পুলিশ রাতে জালালকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য আখাউড়ার নূরপুর এলাকায় যায়। এ সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় । এতে  জালাল ঘটনাস্থলেই নিহত হয়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি