ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আখাউড়ায় ৯ রোহিঙ্গা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১১ ডিসেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়া থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করছে পুলিশ। 

মঙ্গলবার মধ্যরাতে তাদেরকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আটক করা হয়। এর মধ্যে ৪জন শিশু, তিনজন মহিলা ও দুইজন পুরুষ রয়েছে। 

আটককৃতরা হলেন- সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), ছেনরা খাতুন (২২), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)। 

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী এ তথ্য নিশ্চিত করে জানান, এক রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আসা রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু মঙ্গলবার রাতে অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত এলাকায় গিয়ে সুবিধা করতে না পেরে তারা ফের আখাউড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। 

তিনি আরও জানান, তখন স্টেশন এলাকায় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় সবাই রোহিঙ্গা। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি