ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আগামী ১৮ মার্চ বিজিএমইএ-সিপ এর ‘কর্মসংস্থান মেলা’ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বিজিএমইএ

প্রকাশিত : ১৫:১৭, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:১৭, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ১৮ মার্চ বিজিএমইএ-সিপ এর ‘কর্মসংস্থান মেলা’ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বিজিএমইএ। বিজিএমইএ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ’র সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বর্তমান প্রতিযোগীতামূলক বাজারে বিজিএমইএ স্কিল ফর এসপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (সিপ)’ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরীসহ নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে। এ প্রক্রিয়াকে আরো বেগবান করতে কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। যেখানে ৪০টির মত বড় শিল্প প্রতিষ্ঠান অংশ নেবে। শিল্প প্রতিষ্ঠানগুলি চাহিদা অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে শ্রমিক ও কর্মকর্তা নেবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি