ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আঙ্গুলের ইঙ্গিতে অপহরণ থেকে বাঁচলেন তরুণী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এমন এক বিশেষ পরিস্থিতিতে আছেন যা মুখে বলতে পারছেন না। কিন্তু আঙ্গুল দিয়ে তা প্রকাশ করতে পারছেন। এমনই একটি ঘটনা চীনের বিমানবন্দরে এক তরুণী ঘটিয়েছেন। আঙ্গুলের বিশেষ ভঙ্গি দিয়ে ইঙ্গিত দিয়েছিল যে, তিনি সমস্যায় পড়েছেন, তার সাহায্য দরকার। আর তাতেই সে বেঁচে গেল।

সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ টিকটকে ব্যাপক হারে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছেন ওই তরুণী বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন আর একজন  লোক তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় মেয়েটি আঙ্গুল দিয়ে ইংরেজিতে 'ওকে' সাইন দেখান। যার অর্থ তিনি বিপদে পড়েছেন এবং তার সাহায্যের প্রয়োজন।

আপাতদৃষ্টিতে এই সাইন দেখে মনে হবে সব 'ঠিক আছে' এমনটাই। কিন্তু আদতে তার অর্থ উল্টো। কারণ সেটা ভালো করে লক্ষ্য করলে ১১০ হয়। যেটা চীনের জরুরি সাহায্য নম্বর।

এই সংকেত দেখে আশপাশের মানুষ সচেতন হয়ে উঠে এবং যে লোকটি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। এরই এক পর্যায়ে তরুণীর কাছ থেকে জানতে পারে, তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাচ্ছিল ওই লোকটি।

পরে মানুষজন মেয়েটাকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেয়। কিন্তু এই ঘটনায় চীনের সোস্যাল মিডিয়ায় বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশটির কর্তৃপক্ষকে চিন্তায় ফেলে দিয়েছে।

বিশ্বব্যাপী 'ওকে' বা 'ঠিক আছে' বোঝাতে আঙ্গুলের এই ভঙ্গিটি ব্যবহার করা হয়। সেখানে চীনে অন্য এক অর্থ দাড়ায় এই ভঙ্গির। যদি দুটি আঙ্গুল এক সঙ্গে রাখা হয় তাহলে তা দেখতে ১১০-এর মত দেখায়। যেটা পুলিশের জন্য একটি জরুরি সংকেত নম্বর বা হেলপ নম্বর।

যে ভিডিওটি ছড়িয়েছে সেখানে একজনকে বলতে দেখা যাচ্ছে, শিশুদের যেন এই সংকেতটি সেখানো হয়। ভিডিওর শেষে বলা হয়, এই সংকেত যেন ঘরে -বাইরে ছড়িয়ে দেয়া হয় এবং কেউ বিপদে পড়লে যেন তাৎক্ষনিকভাবে সেটা ব্যবহার করে।

কিন্তু চীনা কর্তৃপক্ষ বিষয়টিকে ভালোভাবে দেখছেন না। চেংডু ইকনোমিক ডেইলি বলছে, টিকটকে শেয়ার করা ভিডিওটিতে প্রথমে ছবিসূত্র হিসেবে পুলিশের নাম ব্যবহার করা হয়েছিল। পরে কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এই ভিডিওর সঙ্গে পুলিশের কোন সম্পৃক্ততা নেই।

সতর্ক সংকেত হিসেবে আঙ্গুলের এই সাইন অর্থহীন উল্লেখ করে কর্তৃপক্ষের বার্তায় আরও বলা হয়, ‘এই ধরনের কৌশল কখনোই প্রচার করা হয়নি’। তারা পুলিশের সঙ্গে যোগাযোগের প্রচলিত পদ্ধতি ব্যবহারের আহবানও জানায়। তারা মনে করছেন, এই ধরনের সংকেত দেয়াটা মানুষকে ভুল তথ্য দিতে পারে।

তবে সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা মনে করছেন, হাতের এই ভঙ্গি দেখিয়ে যদি বিপদের সংকেত পাশের মানুষকে জানানো যায় তাহলে মন্দ কি!

তথ্যসূত্র : বিবিসি

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি