ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

আজ কুইন্সপার্কে উড়বে বাংলাদেশের পতাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৮ মার্চ ২০১৮

ওন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টের সামনে আজ বুধবার উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের স্বাধীনতা দিবস ওন্টারিওর প্রাদেশিক সরকার ঘোষিত বাংলাদেশ হেরিটেজ মাস উদ্‌যাপন উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) ওন্টারিওর প্রাদেশিক সরকারের সঙ্গে এই অনুষ্ঠানের সামগ্রিক সমন্বয় করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের (বিসিসিএস) আহ্বানে সাড়া দিয়ে ওন্টারিও প্রাদেশিক সরকার কুইন্সপার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

কুইন্স পার্ক, লেজিসলেটিভ বিল্ডিংয়ের সামনে (১১১ ওয়েলেসলি স্ট্রিট, টরন্টো, অন্টারিও, এম৭এ ১ এ২) ২৮ মার্চ বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার সময় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) এক বিবৃতিতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কমিউনিটির সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি