ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আজ খুলনায় জাতীয় পার্টির সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার। তবে বর্তমানে মহানগর জাপার কোনো কমিটি নেই। মহানগর শাখার সম্মেলন কবে হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে নগর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, আজ সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাব অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর জেলা জাপার কমিটি গঠন করা হয়। এতে শফিকুল ইসলাম মধুকে সভাপতি ও মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে পরিবর্তন করে এম হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর জাতীয় পার্টির সাবেক একজন সাধারণ সম্পাদক জানান, শিগগিরই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি