বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ
আজ তৃতীয় পর্বের অভিযান
প্রকাশিত : ০৮:৫৯, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:০৬, ২০ মার্চ ২০১৯

বুড়িগঙ্গা ও তুরাগতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর চলমান উচ্ছেদ অভিযানের তৃতীয় পর্যায়ের কার্যক্রম আজ মঙ্গলবার শুরু হচ্ছে। সকাল ৯টায় তুরাগের আমিনবাজার থেকে আপ-স্ট্রিমে এই উচ্ছেদ অভিযান শুরু হবে।
তৃতীয় পর্যায়ের তিন দিনের এই অভিযান আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। এর পর চতুর্থ ও শেষ পর্যায়ের অভিযান চলবে ২৫, ২৭ ও ২৮ মার্চ।
এর আগে গত ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা-তুরাগগর্ভ ও এর তীরে প্রথম পর্বের উচ্ছেদ অভিযান চালানো হয়। সে সময় চার পর্যায়ে ১২ দিন অভিযান চলে।
৫ মার্চ থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযান, যা চলে ৭ মার্চ পর্যন্ত। আর ১২ মার্চ থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ের অভিযান, যা ১৪ মার্চ শেষ হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এখন পর্যন্ত ১৮ দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা ও তুরাগতীর থেকে দুই হাজার ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানে এখন পর্যন্ত অবমুক্তকৃত জায়গার পরিমাণ প্রায় ৫২ একর এবং মোট নিলামের টাকার পরিমাণ ৩১ লাখ ৩৮ হাজার (ভ্যাট-আয়করসহ)।
এ ছাড়া অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে তিন মাসের কারাদণ্ড প্রদানসহ অবৈধ দখলদারদের কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ/
আরও পড়ুন