ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আজ থেকে সর্বনিম্ন কলরেট চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৩২, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন মোবাইল কলরেট। এখন থেকে সব অপারেটরে কলরেট হসেবে ৪৫ পয়সা করে কাটা হবে। গ্রাহকদের সুবিধার জন্য অনেক গবেষণা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বা বিটিআরসির দাবি।

বিটিআরসি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলছিলেন,উদাহরণ হিসেবে এতোদিন একজন গ্রাহক গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে কথা বললে কলরেট ছিল অনেক বেশি। এখন যার সাথেই কথা বলা হোক কলরেট ৪৫ পয়সা কাটা হবে।

তিনি বলে এতে করে একটা সুবিধা হবে। যেমন যারা একটু দুর্বল অপারেটর তারা একটু শক্তিশালী হতে পারবে।

তিনি জানান, আগে গ্রামীণ টু বাংলালিংক নাম্বারে কথা বললে ৬০ থেকে ৭০ পয়সা হতো। আর গ্রামীণফোন থেকে গ্রামীণফোনে কথা বললে ২৫ পয়সা হতো। সারা বিশ্বে মোবাইল কলরেটের ক্ষেত্রে এই ব্যবস্থা আছে বলে উল্লেখ করেন তিনি।

আমরা অনেক দিন ধরে স্টাডি করছিলাম, এর ফলে এখন অন্য অপারেটরগুলো ব্যবসা করতে পারবে। ফলে এখন যেকোন অপারেটরে ফোন করলে প্রতি মিনিট রাত-দিন ৪৫ পয়সা কলরেট হবে।

এতে সার্বিকভাবে গ্রাহকের সুবিধেই হবে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র-বিবিসি

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি