ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আজও সড়কে নেই দূরপাল্লা ও আন্তজেলা বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দূরপাল্লার বাসগুলো আজও চলছে না। ঢাকা থেকে দূরপাল্লা ও আন্তজেলার সড়কে পথে চলাচলকারী কোনো বাস ছেড়ে যায় নি। আন্তজেলার কোনো বাস প্রবেশ করতেও দেখা যায় নি। ফলে দুর্ভোগের শেষ নেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সড়কে অপেক্ষমান যাত্রীদের। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘নিরাপত্তাহীনতার’অজুহাতে গত বৃহস্পতিবার থেকে পরিবহণ মালিক-শ্রমিকদের অঘোষিত এই ধর্মঘট চলছে।

আজ শনিবার সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, আন্তজেলা কিংবা দূরপাল্লার অধিকাংশ বাস স্টপেজ ছেড়ে যায়নি। তবে বেশ কিছু বাস সকালে ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। ভাঙচুরের আশঙ্কায় পরিবহন নামানো হয়নি বলে দাবি পরিবহন মালিকদের। ফলে অনেকটা বিপাকে পড়েছেন দূরপাল্লা ও রাজধানীর সাধারণ যাত্রীরা।

সকালে রাজধানীর মহাখালী, ধানমন্ডি, গাবতলী, ও সায়েদাবাদ বাস টার্মিনালে এ চিত্র দেখা গেছে। বাস-ট্রাক মালিক সমিতির পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, শিক্ষার্থীদের এই আন্দোলনে যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ‘নিরাপত্তাহীনতা’র কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, যাত্রীরা রাতে বাস চলাচল শুরু হবার খবরে সকালেই বাস টার্মিনাল গুলোতে গিয়ে হাজির হয়। কিন্তু বাস না চলায় ভোগান্তিতে পড়েন তারা। অধিকাংশ দূরপাল্লার পরিবহন চলছে না।

আবদুল্লাহপুরে কথা হয় ফায়েজ নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, এনা পরিবহনে রাজশাহী যাওয়ার জন্য কাউন্টারে এসেছিলাম। কিন্তু শুনলাম বাস চলাচল বন্ধ। সকাল ৭টার পর আর কোনো বাস চলছে না বলে জানিয়েছেন বাস কাউন্টার কর্তৃপক্ষ।

মহাখালী বাস টার্মিনালে কথা হয় এনজিও কর্মী নেসার আমিনের সঙ্গে। তিনি শেরপুরে যাবেন প্রতিনিধি সম্মেলনে। ভোর ৬ টায় বাস টার্মিনালে এসে বসে আছেন। কিন্তু কোনো বাস ছাড়ছে না। চিন্তায় ভাঁজ পড়েছে তার কপালে।

সায়েদাবাদে বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। বাসের অপেক্ষায় থাকা ফাওজিয়া নামে এক যাত্রী জানান, দুদিন ধরে গ্রামের বাড়ি বগুড়া যাবেন যাবেন করে যেতে পারছেন না। ট্রেনেও টিকিট মিলছে না। রাতে বাস চলাচলের খবরে আজ সকালে গাবতলীতে এসে দেখছি বাসই চলছে না।

এ বিষয়ে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম গণমাধ্যমকে বলেন, বাস চলাচল বন্ধ রাখার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না তবুও মালিকরা নিজেদের বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে।

তবে তিনি দাবি করে বলেন, আমরা দিনের বেলায় গাড়ি চালাতে পারি না বিধায় রাতে গাড়ি চলে। গত রাতেও আমাদের গাড়ি চলেছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসাপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। এছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এর প্রতিবাদে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। সড়কে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা লাইসেন্সও চেক করে। বিভিন্ন স্থানে বাস ভাংচুরের ঘটনাও ঘটে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি