ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আট ব্যাংকের নিয়োগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে জরুরি সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৪৩, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় মালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সভা ডেকেছেন।

এ বিষয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান বলেন, আগামীকাল বেলা ১১টার সময় বাংলাদেশ ব্যাংকে এ সভা হবে। সভায় ব্যাংক ও আট ব্যাংকের প্রধান নির্বাহী এবং পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, আট ব্যাংকের নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জরুরি কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সভা ডাকা হয়েছে।

গত শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। প্রশ্নপত্র ও বসার জায়গা না পেয়ে পরীক্ষার্থীরা আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।

এ আন্দোলন চলাকালে সোমবার আন্দোলনরত অবস্থায় দৈনিক বাংলা মোড় থেকে দু’জন চাকরি প্রার্থীকে পুলিশ আটক করে। এরপর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা ঘোষণা দেন আটককৃতদের ১২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়াসহ ১২ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বাতিল না করলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এসময় পরীক্ষা বাতিলসহ ৯ দফা দাবিও জানান তারা।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি রাজধানীর মিরপুরে শাহ আলী মহিলা কলেজে ৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর জন্য পর্যাপ্ত বসার জায়গা ছিল না। শত শত পরীক্ষার্থীকে বসার জায়গা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজটির জানালা দরজা ভাঙচুর করে। বাধ্য হয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করে ২০ জানুয়ারি শুধু ওই কেন্দ্রের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন। আর দনিয়া এ কে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার নির্ধারিত সময়ের ১০ মিনিট পর প্রশ্নপত্র এসে পৌঁছায়।

প্রসঙ্গত এই পরীক্ষায় সিনিয়র কর্মকর্তা (সাধারণ) পদে ১ হাজার ৬৬৩টি শূন্য পদে ২ লাখ ১৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। গত শুক্রবার সারা দেশে ৬১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি