ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আটক ইসরাইলি সেনাদের বিষয়ে হামাসের ভিডিও বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২০ অক্টোবর ২০১৯

ফিলিস্তিনে হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডস চার ইসরাইলি সেনার বিষয়ে ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরাইলকে উদ্দেশ্য করে বলা হয়, "তোমাদের সেনারা এখনও গাজাতেই রয়েছে।" 

ইসরাইলি চার সেনাদের ছবি যুক্ত করে আরবি ও হিব্রু ভাষায় তাদের সম্পর্কে তথ্যও দেওয়া হয়েছে।

ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডস'র ভিডিওতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি সংগ্রামীদের হাতে আটক সেনাদের মুক্তির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, বিষয়টি তার কাছে গুরুত্বই পাচ্ছে না। নেতানিয়াহু বন্দী বিনিময় চুক্তি করতেও আগ্রহী নয় বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় হামাসের মুখপাত্র হাযেম কাসেম বলেছেন, ভিডিওতে এই বার্তায় দেওয়া হয়েছে যে ইসরাইলের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়েই কেবল এসব দখলদার সেনা মুক্তি পেতে পারে। তিনি আটক ইসরাইলি সেনাদের পরিবারকে এ বিষয়ে মন্ত্রিসভার ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি