ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আত্মসমর্পনের পর জামিন পেয়েছেন বদি

প্রকাশিত : ১৭:৪৮, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৮, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সম্পদের তথ্য গোপনের মামলায় আদালতে আত্মসমর্পনের পর জামিন পেয়েছেন কক্সবাজার টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি। সকালে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মীর রুহুল আমিন তা মঞ্জুর করেন। ২০০৭ সালে ডবলমুরিং থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের তৎকালীন উপ পরিদর্শক আবুল কালাম আজাদ। কিন্তু আসামিপক্ষের আবেদনে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকে। এরপর গত ২২ ফেব্র“য়ারি হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুসারে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সাংসদ বদিকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি