আত্মহত্যা যে খেলার চূড়ান্ত ধাপ
প্রকাশিত : ১৫:৪০, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪৭, ১২ জুলাই ২০১৭

ছবি : ফিলিপ বুদেকিন
তথ্য প্রযুক্তির এ যুগে আপনি বিভিন্ন ধরনের গেমসের নাম শুনেছেন নিশ্চয়। অনেকে গেমসে অভ্যস্তও। কিন্তু কোনো গেমসের শেষ ধাপ আত্মহত্যা করা এমন খবর নিশ্চয় শুনেনি।
এমনটিই ঘটেছে রাশিয়া এবং পার্শ্ববর্তী এলাকায়। গত কয়েক মাসে ১৬ জন তরুণীর আত্মহত্যার খবর পায় পুলিশ।
এসব আত্মহত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে এমন তথ্য পায় পুলিশ। ফেসবুকের একটি পেজে একটি খেলার অংশ হিসেবেই মৃত্যু হয়েছে এসব তরুণীর। মোট ৫০ ধাপে ওই খেলাটি খেলতে হয়। যার শেষ ধাপ আত্মহত্যা!
পেজটির অ্যাডমিন ফিলিপ বুদেকিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার কথা স্বীকার করলেও এটিকে অপরাধ হিসেবে মানতে নারাজ ২১ বছরের ফিলিপ। তার বক্তব্য, যাদের বাঁচার কোনো অধিকার নেই তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন তিনি।
রুশ পুলিশের ধারণা, শুধু ১৬ জনই নয়। গত কয়েক বছরে বিশ্বে ১৩০ জন এই গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন