ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আনন্দ উচ্ছ্বাসে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর (ভিডিও)

প্রকাশিত : ১৫:০৯, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

 

আনন্দ উচ্ছ্বাসে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়ায় হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ উপেক্ষা করে মুসল্লিরা ঈদের জামাতে নামাজ আদায় করেন।

দেশের প্রাচীন ও বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত। জামাত শুরু হয় সকাল ১০টায়। প্রায় তিন লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেন।

চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নামাযে অংশ নেন মন্ত্রী, সিটি মেয়র, গন্যমান্যব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালূকদার আব্দুল খালেক ।

ময়মনসিংহ মহানগরীর কেন্দ্রিয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় সিলেটে প্রধান জামায়াত অনুষ্টিত হয় নগরীর শাহী ঈদগাহ ময়দানে। ৯ টায় সিলেটের দরগাহ মাজারস্থ মসজিদে ঈদের জামায়াত আদায় করেন পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিন স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেট ঈদগাহ ময়দানে।

দেশ ও জাতীর অগ্রগতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

বৃষ্টির কারণে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম(রহ:) দরগা মসজিদে।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত।

গোপালগঞ্জে সকাল ৮টায় শেক ফজলুল হক মনি স্ট্রেডিয়ামে জামাত অনুষ্ঠিত হয়।  জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

এছাড়া পটুয়াখালী, নেত্রকোণা, ব্রাক্ষ্মণবাড়িয়া, জয়পুরহাট, রাজবাড়ি, ঠাকুরগাঁও, বান্দরবান, চুয়াডাঙ্গা, বরগুনা, চাঁদপুর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নড়াইল, হিলি, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গাইবান্ধা রাঙ্গামটি কুড়িগ্রাম  সহ বিভিন্ন জেলায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি