ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

আন্দোলনে ৮১৯ জনের মৃত্যুর প্রমাণ হিউম্যান রাইটস সোসাইটির

আদিত্য মামুন

প্রকাশিত : ০৮:৪১, ২১ আগস্ট ২০২৪ | আপডেট: ১০:৫৩, ২১ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮১৯ জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠন। যার ৪৫৫ জনই গুলিতে প্রাণ হারিয়েছেন। হতাহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা-পূর্ণবাসনে ৫ দফা দাবিও জানিয়েছে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বিভিন্ন পেশাজীবী, ছাত্র-জনতার হতাহতের পরিসংখ্যান নিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের এই সংগঠন। 

তুলে ধরা হয় বয়সভিত্তিক হতাহতের হারও। ৮১৯ জনের মৃত্যুর তথ্য জানা গেলেও উদঘাটন করা যায়নি ১৮৯ জনের নাম-পরিচয়। 

১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মৃতদের কে কীভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তারও গবেষণাচিত্র তুলে এনেছে। ৮১৯ জনের মধ্যে ৩০ থেকে ৫০ বছর বয়েসি ছিলেন ১২৬ জন। ১৮ বছরের কম ৮৩ জন এবং ৩০ বছরের মধ্যে ২৪০ জন প্রাণ হারিয়েছেন আন্দোলনে। 

নিহতদের মধ্যে ছাত্র ১৪৪ জন, শ্রমজীবী ৫৭ জন, সাংবাদিক ৫ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ৫১ জন সদস্য রয়েছে। এরমধ্যে ৪৫৫ জন গুলিতে, ৭৯ জন অগ্নিদগ্ধ হয়ে এবং ৭৮ জন প্রাণ হারিয়েছেন পিটুনিতে। 

মৃতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি