ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আপন জুয়েলার্সের মালিকের ছেলের গাড়িচালক ও দেহরক্ষীর রিমান্ড মঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১৬ মে ২০১৭ | আপডেট: ১২:৫৩, ১৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর বনানী রেইন ট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামী আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক বিল্লালকে ৪দিন ও দেহরক্ষী আজাদকে ৩ দিন রিমান্ড দিয়েছে আদালত। এদিকে রেইন ট্রি কর্তৃপক্ষ বলছে, তাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে হোটেলটি আবাসিক এলাকায় হওয়ার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা অবৈধ বলে জানিয়েছে রাজউক।
রাজধানীর বনানী রেইন ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষনের মামলার আসামী সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ।
১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিল্লালকে চারদিন ও আজাদের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা। রাষ্ট্রপক্ষেও আইনজীবি বলেন, ধর্ষনকারীর সহযোগিরাও সমান অপরাধী। তবে আসামী পক্ষের আইনজীবির দাবি বলেন, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই।
এদিকে রেইন ট্রি হোটেল কর্তৃপক্ষ বলছে, তারাও দায়িদের বিচার চান। ঘটনার সাথে হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।
রাজউজ বলছে, রেইন ট্রি হোটেল প্লটটি আবাসিক অনুমোদন। বৈআইনী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় গ্যাস, পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা আবারো কার্যক্রম শুরু করে।
হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশের মেয়াদ শষে হলে আবারো ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি