ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৭:১৩, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। গণমানুষের প্রত্যাশা অনুযায়ি বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা।
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান। ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে না- অর্থমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করে সংসদ সদস্যরা বলেন, এখানে জেদ ধরার বিষয় নেই। আওয়ামী লীগ গণমানুষের জন্য রাজনীতি করে। মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। সংসদ সদস্যরা বলেন, মানুষ মনে করছে, বর্ধিত শুল্ক প্রত্যাহার করা উচিত। এছাড়া, ই-কমার্স, মেডিটেশন ও শিশু খাদ্যে সম্পূরক শুল্ক না বাড়ানোর দাবিও জানান সংসদ সদস্যরা।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি