ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

আবারও ধাক্কা খেল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৪:৫১, ১৩ জুন ২০১৭

আবারও ধাক্কা খেল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা। ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার উপর স্থগিতাদের বহাল রেখেছে দেশটির আপিল আদালত। একই সঙ্গে ঐ দেশগুলোর নাগরিকদের সূক্ষ যাচাই বাছাইয়ের ক্ষমতা বহাল রাখা হয়েছে। তবে রায়ে নাখোশ মার্কিন এটর্নি। ফলে মামলাটি সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়াবে বলে ধারণা করা হচ্ছে। 

ফের আটকে গেলেন ট্রাম্প। ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমন-নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আবারো পরাজিত হল আইনি লড়াইয়ে। সানফ্রান্সিসকোর আপিল আদালত নিম্ন আদালতের স্থগিতাদেশই বহাল রাখে।
রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশটি মার্কিন অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক। তবে নিরাপত্তার প্রশ্নে দেশগুলোর নাগরিকদের ওপর সূক্ষ্ম যাচাই বাছাই এর কথা বলা হয়েছে।
তবে রায়ের সঙ্গে একমত নন মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশন। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বৈধ এবং জাতিকে নিরাপদ রাখার জন্য জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতায় আরোহনের পরপরই ৭ মুসলিম প্রধানদেশের নাগরিকদের উপর ৯০ দিনের ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। আদালত তা বাতিল করলে পরে গেল ৬ মার্চ ৬ মুসলিম প্রধান দেশের নাগরিকদের বিরুদ্ধে সংশোধিত ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেন তিনি। হাওয়ায় ও মেরিল্যান্ডের ফেডারেল আদালতের পর মার্কিন সার্কিট আপীল আদালত স্থগিতাদেশ বহাল রাখে।
তবে নির্বাহী আদেশ কার্যকর করতে পিছু হটছেন না ট্রাম্প। মামলা সুপ্রীম কোট পর্যন্ত যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি