ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বিয়ে করতে চান কারিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:০৭, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের মানুসী চিল্লার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জেতার পর অনেকেই প্রহর গুণছিলেন কবে তিনি বলিউডে পা রাখবেন। এর উত্তর এখনই পাওয়া না গেলেও একটি বিজ্ঞাপনী ভিডিও স্পষ্ট বুঝিয়ে দিল মানুসী বলিউডে পা রাখার জন্য পুরোপুরি তৈরি! শুধু তাই নয়, অভিনয় এবং নাচে তিনি গুণে গুণে গোল দিতে পারেন কারিনা কাপুরের মতো বলিউডের ডাকসাইটে নায়িকাকেও!

যে বিজ্ঞাপনে মানসি অভিনয় করেছেন সেখানে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকেও দেখা গেছে। বিজ্ঞাপনটি একটি সোনার গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। দু`জনকেই সেখানে দেখা যাচ্ছে একটা বিয়ে বাড়িতে বুফে থেকে নিজেদের প্লেটে খাবার তুলে নিতে! খেতে খেতে গল্প করছেন দুই সুন্দরী।

গল্পের বিষয় বিয়ে! কারিনা জানতে চাইছেন বিশ্বসুন্দরীর কাছে, বিয়ে নিয়ে কী ভেবেছেন মানুসী! উত্তরে এক এক করে ঠিক কেমন ভাবে বিয়ে করতে চান, তা স্পষ্ট করে বলছেন তিনি। সাথে বদলে যাচ্ছে একটি করে দৃশ্য। কখনও দেখা যাচ্ছে মানুসীকে রঙের প্লাবনে আবিল হতে, কখনও বা নাচছেন মেয়ে! যা বলে দিচ্ছে, বলিউডে পা রাখার জন্য তিনি প্রস্তুত!

আর অভিনয়টা তো স্পষ্ট দেখাই যাচ্ছে করিনার সাথে সংলাপ বিনিময়ে। তা এতটাই স্বতস্ফূর্ত যে হার মানিয়েছে কারিনাকেও!

বিজ্ঞাপনচিত্রটির একেবারে শেষ অংশে কারিনা কাপুরকে বলতে শুনা যায়- তিনি আবার বিয়ে করতে চান!

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি