ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

আবারও শাকিব-শ্রাবন্তীর রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:২২, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পর্দায় শাকিব-শ্রাবন্তী জুটিকে দর্শক বেশ ভালোভাবেই উপভোগ করেছে। ‘শিকারী’ সিনেমার ব্যাপক সফলতা তারই প্রমাণ। শাকিব-শ্রাবন্তী ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে- আবারও এই জুটির রসায়ন দেখতে পাবে ঢালিউডের দর্শক।

শাকিব-শ্রাবন্তী জুটিকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক উত্তম আকাশ। সিনেমার নাম হবে ‘বয়ফ্রেন্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক উত্তম আকাশ নিজেই।

তিনি বলেন, ‘শাকিব খান এবং শ্রাবন্তীর সাথে বিষয়টি কনফার্ম করলাম। প্রাথমিকভাবে সিনেমার নাম ঠিক করেছি ‘বয়ফ্রেন্ড’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে ‘শাপলা মিডিয়া’।’

উত্তম আকাশ বলেন, এই প্রতিষ্ঠান ‘আমি নেতা হব’ এবং ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমারও প্রযোজক।

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি