ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

আবাসিক এলাকায় কেমিক্যাল গুদাম থাকবে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:২৭, ৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:২২, ৭ মার্চ ২০১৯

দাহ্য পদার্থের গুদাম অপসারণে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুরান ঢাকা ও রাজধানীর অন্যান্য আবাসিক এলাকায় কোনো ধরনের রাসায়নিক গুদাম থাকবে না, তবে ব্যবসায়ীরা (দাহ্য পণ্যের) এখানে তাদের শোরুম রাখতে এবং পণ্য বিক্রি করতে পারেন।’

আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র, কাউন্সিল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে দেয়া যাবে না। আমরা তাদের (ব্যবসায়ী) জন্য একটি পৃথক জায়গা খুঁজছি। আমরা তাদের ব্যবসা নষ্ট করতে চাই না। কিন্তু আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গুদাম থাকার অনুমতি পাবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একবার নিমতলী হয়ে গেল, দ্বিতীয়বার আরেকটি ঘটনা। কতগুলো মানুষের জীবন চলে গেল। কাজেই এখানে যে যত বাধাই দিক। কোন বাধাই আমরা মানবো না। আমরা কিন্তু এটা নিয়ে যাবো।’
প্রসঙ্গত, সম্প্রতি চকবাজার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। এ ছাড়া আহত হন অর্ধশতাধিক।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করার প্রধানমন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি