ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আমরা এখন আর কেউ নিরাপদ নই: মাহাথির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, আমরা এখন আর নিরাপদ নই। কেউ যদি কাউকে অবজ্ঞা করে বা কারো পছন্দ মতো কথা না বলে তাহলে অন্য দেশ থেকে ওই ব্যক্তির পক্ষে ড্রোন পাঠিয়ে হত্যা করাকেও বৈধ মনে করা হতে পারে।' তিনি আরও বলেন, সম্ভবত আমার উপর গুলি চালানোকেও ঠিক মনে করা হতে পারে।

আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহাথির বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে আইন লঙ্ঘন করেছেন, এটা বেআইনি কাজ। তিনি এই কাজের সম্ভাব্য পরিণতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মাহাথির মোহাম্মাদ মনে করেন, এর ফলে সন্ত্রাসবাদ আরও ছড়িয়ে পড়বে।

সোলাইমানি হত্যাকাণ্ডকে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। জেনারেল সোলাইমানি ইরাক সরকারের আমন্ত্রণে সেদেশ সফরে গিয়েছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি