ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আমার বাংলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২ মে ২০১৮ | আপডেট: ২২:৫৮, ২ মে ২০১৮

একদিন সবুজ ঘাসে পরিপূর্ণ ছিল,

শরীর আমার।

বুড়িগঙ্গার ঢেউ এসে

ভিজিয়ে দিত এ দেহ।

বাংলার শ্যামা-দোয়েল,

গেয়ে যেত গান।

সারাবেলা খুনসুঁটি চলত,

ওই শালিক জোড়ার মাঝে।

এ সুনীল অসীম আকাশ,

উজাড় করে দিত তার স্নেহরস,

আমার কঠিন বুকে।

ছিলাম একদিন গোধুলির ধূলিকণা,

ছিলাম প্রতিটি গাছের শিকড়ে, পদ্মার সেই প্রবল ভাঙনে।

কীর্তিনাশার তীর সরিষার গাছ,

হলুদ ফুলের ওপর ডানা ঝাপটানো সারসের মাঝে।

এই ধানক্ষেতে কামরাঙার বনে,

গাঙচিল মাছরাঙা মনিয়ার মনে।

গোধূলি বেলার রক্তক্ষরণে।

ছিলাম মিশে ওই বঙ্গোপসাগরের ঢেউয়ে।

বাংলা মায়ের এই মমতার ডোরে।

এসএইচ/

 

 

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি