ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আমি সিঙ্গেল, প্রেমে পড়তে চাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫০, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ক্যারিয়ারের জন্য অনেকেই নিজ জন্মস্থান ছেড়ে পাড়ি দেন দূরে কোথাও। শেকড়ের মায়া ছেড়ে থাকতে হয় ভিন্ন এক জায়গায়। পরমা দাশগুপ্তের বেলায়ও ব্যতিক্রম নয়। ক্যারিয়ার গড়তে বাঙালি মেয়ে নিজ শহর কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি জমান।

এরপর বলিউডে গানের জগতে জায়গা করে নিয়েছেন তিনি। তার সিভিতে রয়েছে এ আর রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও। এবার পরমা জানালেন তিনি এখনও সিঙ্গেল, প্রেমে পড়তে চান।

গানের বিষয়ে পরমা দাশগুতা বলেন, বাড়িতে ছোট থেকেই গানের চর্চা ছিল। ডোভার লেন মিউজিক কনসার্ট দেখতাম। তারপর পথ চলা শুরু। ১০ বছর হয়ে গেল। কলকাতা থেকে মুম্বাইতে প্রথম অ্যাসিস্ট করতে গিয়েছিলাম। তারপর আবার কলকাতায় ফিরে যাই।

প্রেম করছেন কিনা এমন প্র্শ্নের জবাবে পরমা বলেন, সত্যি বলছি, আমি সিঙ্গল। কিন্তু প্রেমে পড়তে চাই। আগে বহুবার প্রেমে পড়েছি। ব্রেকআপও হয়েছে। অনেক বার হার্ট ব্রেক হয়েছে। অনেক সময় আমার দিক খেকে প্রেম ছিল, কখনও তাকে বলা হয়নি। এ সব সত্বেও আবার প্রেমে পড়তে চাই।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি