ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আমিরাতে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু ১৮ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৬ নভেম্বর ২০১৯

মালয়েশিয়ার পর এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরকালে সোমবার (১৮ নভেম্বর)  বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে উদ্বোধনের সময় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী ও এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

এ সময় আমিরাতে প্রবাসী বাংলাদেশি কয়েকজনের হাতে স্মার্ট কার্ডও তুলে দেওয়া হবে। সেই সঙ্গে ভোটারযোগ্যদের অনলাইন নিবন্ধনের কাজও শুরু হবে।

প্রবাসী বাংলাদেশীরা services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট দেশেই যোগ্য ও সঠিক আবেদনকারীর ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে।

পর্যায়ক্রম যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশেও প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে এই সেবা চালুর উদ্যোগ রয়েছে ইসির।

যেভাবে ভোটার নিবন্ধন :
মোট চারটি ধাপে এই নিবন্ধন করতে হবে। এগুলো হচ্ছে-
১. নিবন্ধন :
অনলাইনে আবেদনকারী কর্তৃক নিবন্ধন ফরম পূরণ।
২. তদন্ত :
আবেদনটি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত।
৩. বায়োমেট্রিক :
সংশ্লিষ্ট দেশে বায়োমেট্রিক তথ্য গ্রহণ।
৪. জাতীয় পরিচয়পত্র :
সংশ্লিষ্ট দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি