ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:১৫, ৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে বাংলাদেশি প্রবাসীদের বাজিমাত। ২ কোটি দিরহাম জিতেছেন সবুজ মিয়া, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা। আরও এক বাংলাদেশি পারভেজ হোসেন আনোয়ার জিতেছেন একটি ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে এই পুরস্কার জিতেন তারা। দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, বিগ টিকিট কর্তৃপক্ষ গতকাল রোববার যথারীতি তাদের সিরিজ ২৭৭-এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এতে ১৯৪৫৬০ নম্বর টিকিট কেনা ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন ২০ মিলিয়ন তথা দুই কোটি দিরহাম। ড্রতে সান্ত্বনা পুরস্কার পাওয়া প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ব্যক্তির প্রত্যেকে সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতেন।

জানা গেছে, আনোয়ার ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করছেন। 
 
আমিরাতে বাংলাদেশিদের পুরস্কার জেতার ঘটনা নতুন নয়। এর আগে জুলাইয়ে মোহাম্মদ নাসের বেলাল নামে বাংলাদেশি এক ইলেকট্রিশিয়ান বিগ টিকিটের ড্রতে আড়াই কোটি দিরহাম জিতে নেন। 

উল্লেখ্য, ‘বিগ টিকিট’ মূলত দুবাইতে (আবুধাবি) অনুষ্ঠিত একটি সুপরিচিত লটারি বা র‍্যাফেল ড্র। এটি ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠিত হয়। এটি ওই অঞ্চলের বৃহত্তম এবং দীর্ঘতম চলমান লটারি ড্র। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশাল নগদ পুরস্কার এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। 

প্রতি মাসে নিয়মিতভাবে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ (নগদ পুরস্কার) এবং প্রতি দুই মাস পর পর ‘ড্রিম কার ড্র’ (গাড়ি পুরস্কার) অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি