ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আর্ট ফান্ডরাইজিং ফেলোশীপ অর্জন করলেন বাংলাদেশী তরুণী

লন্ডন প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ১২ জুন ২০২০ | আপডেট: ২০:৩৭, ১২ জুন ২০২০

ঈশিতা আজাদ

ঈশিতা আজাদ

ব্রিটিশ-বাংলাদেশী তরুণী ঈশিতা আজাদ ‘আর্ট ফান্ডরাইজিং অ্যান্ড ফিলানথ্রপি ফেলোশীপ’ লাভের গৌরব অর্জন করেছেন। এই প্রথম কোন বাংলাদেশী ব্রিটেনের শিল্প-সংস্কৃতি খাতের বৃহৎ প্রতিষ্ঠান আর্ট কাউন্সিল ইংল্যান্ডের সহায়তায় পরিচালিত এ ফেলোশীপ লাভের সুযোগ পেলেন। 

ব্রিটেনের বিভিন্ন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চা সংগঠন থেকে মোট দশজনকে এবার দেয়া হয়েছে আর্ট ফান্ডরাইজিং অ্যান্ড ফিলানথ্রপি ফেলোশীপ। ব্রিটিশ বাংলাদেশী পোয়েট্টি কালেক্টিভ (বিবিপিসি) থেকে নিজের দক্ষতার গুণে এ সুযোগ পেলেন ঈশিতা আজাদ।

ফেলোশীপের আওতায় তিনি এক বছর বিশেষ কার্যক্রমে অংশ গ্রহণ করবেন। যার মাধ্যমে তিনি নিজের কিংবা বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহে স্বীয় দক্ষতাকে কিভাবে কাজে লাগাবেন, সে বিষয়ে ধারণা লাভ করবেন। 

উল্লেখ্য, ঈশিতা আজাদ কর্মজীবনে একজন সফল ক্যারিয়ারের অধিকারী। তিনি এর আগে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন বিবিসি মিডিয়া ট্রাস্ট, ব্রিটিশ কাউন্সিল, এশিয়া ফাউন্ডেশন এবং ভি এন্ড ইউ বিজনেস মিডিয়াতে। এছাড়া টেলিভিশন উপস্থাপক, নাট্য কর্মশালাসহ ব্রিটেন ও বাংলাদেশে তিনি কবিতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছেন। তাঁর এসব দক্ষতা বিবেচনায় আর্ট ফান্ডরাইজিং অ্যান্ড ফিলানথ্রপি ফেলোশীপ লাভের গৌরব অর্জন করলেন। 

এ প্রসঙ্গে আর্ট ফান্ডরাইজিং অ্যান্ড ফিলানথ্রপি ফেলোশীপের পরিচালক মিশেল রাইট বলেছেন, আমাদের ফেলোশীপ অর্জনকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন এবং নিজের দক্ষতা দিয়ে ভবিষ্যতে তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

আর্ট কাউন্সিল ইংল্যান্ডের ফিলানথ্রপির পরিচালক ক্লেয়ার টিটলি বলেছেন, চলমান সংকটের মধ্যে নতুন ফেলোগণ তাদের মেধা ও মনন দ্বারা তহবিল সংগ্রহের নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং তার মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে সহায়তা করবেন। 

ঈশিতা আজাদ বলেছেন, তহবিল সংগ্রহে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্রিটিশ কাউন্সিলে সাত বছর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া বাংলাদেশের শিল্প-সাহিত্যের বৃহৎ প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপেও তিনি দায়িত্বশীল পদে নিয়োজিত ছিলেন। ফলে আর্ট ফান্ডরাইজিং অ্যান্ড ফিলানথ্রপি ফেলোশীপ তাকে ব্রিটেনে তহবিল সংগ্রহের কলা-কৌশল আয়ত্বে সহায়তা করবে।  যা দিয়ে তিনি নিজের দক্ষতাকে আরও বেশি শানিত করে আগামীতে কমিউনিটির শিল্প-সংস্কৃতি চর্চার গতি ত্বরান্বিত করতে সহায়তা করবেন বলে আশা পোষণ করেন। 

ঈশিতা আজাদের এই গৌরব অর্জনের খবরে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছে। এসব সংগঠনের নেতারা বলেছেন, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে এ ধরনের দক্ষতাসম্পন্ন মানুষের প্রয়োজন। তাহলে এই বিলেতে বাংলা শিল্প-সাহিত্য ও সংষ্কৃতি চর্চার গতি আরও ত্বরান্বিত হবে। 

উল্লেখ্য আর্ট ফান্ডরাইজিং অ্যান্ড ফিলানথ্রপি ফেলোশীপ এবার সপ্তম বছরে পদার্পণ করেছে। এর আগে আরও ৭৫ জনকে এ ফেলোশীপ দেয়া হয়। তবে কোন বাংলাদেশী হিসেবে এই প্রথম এ সুযোগ পেলেন ঈশিতা আজাদ। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি