আর্থিক সংকটে বন্ধ হলো মুম্বাইয়ের হায়াত রিজেন্সি
প্রকাশিত : ১২:৫৩, ৮ জুন ২০২১

আর্থিক সঙ্কটে আপাতত বন্ধ হয়ে গেল মুম্বাইয়ের অন্যতম সেরা হোটেল হায়াত রিজেন্সি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ যে কর্মীদের বেতন দেওয়ার মতোও টাকা নেই। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে।
সোমবার (৭ জুন) এক বিবৃতিতে হোটেল ম্যানেজার হরদীপ মারওয়া জানান, হোটেল চালানোর জন্য মালিকপক্ষ কোনও টাকাই পাঠাচ্ছেন না। কর্মীদের বেতনও বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই হোটেল বন্ধ করতে হচ্ছে। পরবর্তী কোনও নোটিশ না আসা পর্যন্ত হোটেল বন্ধই থাকবে বলে জানিয়েছেন তিনি।
মুম্বাইয়ের এই বিলাসবহুল হোটেলটির কর্ণধার এশিয়ান হোটেলস (ওয়েস্ট) লিমিটেড। মুম্বাই বিমানবন্দরের কাছে রয়েছে এই হোটেলটি। করোনা মহামারির কারণে হোটেল ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পর্যটকদের আনাগোনাও কমে। ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়ছে এই ব্যবসা।
প্রথমবার ২০২০ সোলে লকডাউনের সময় ক্ষতির মুখে পড়ে হোটেল শিল্প। ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মুখ থুবড়ে পড়ছে হোটেল শিল্প। পর্যটন শিল্পে মহামারির প্রভাব পড়ায় যার সরাসরি প্রভাব পড়ছে হোটেল শিল্পগুলোর উপর।
এএইচ/
আরও পড়ুন