ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

আর্ন্তজাতিক রুটে বিমান চলাচলে বিধিনিষেধ নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে আর্ন্তজাতিক রুটে বিমান চলাচলে কোন বিধি নিষেধ নেই বলে জানানো হয় সরকারি প্রজ্ঞাপনে। 

তবে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীন রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। এর আগে গত বছর মার্চ মাসেও করোনার প্রভাবে সব ধরনের বিমান চলাচল প্রায় ২ মাসের মতো বন্ধ ছিলো। 

এদিকে এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, চলাচল বন্ধ না করে স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত রাখার।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি