ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

প্রকাশিত : ০৮:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জসিমউদ্দিন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। নিহত জসিমদ্দিন মাদারীপুর সদরের মোকছেদের ছেলে। আহতরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাবেদ মাসুদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে আমরা নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।


টিআর/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি