ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আয়শা খানমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আয়শা খানম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেট এবং অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আশির দশকের শেষের দিকে এবং নব্বই দশকের প্রথম দিকে নারী ও শিশু পাচার রোধে আমরা একসাথে কাজ করেছিলাম। মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক আয়শা খানমের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট নারী নেতৃকে হারালো।’

ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, আয়শা খানম আজ শনিবার (২ জানুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নারী নেত্রী আয়শা খানম। রাতে উনি ঢাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে ওনাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

মালেকা বানু আরও জানান, আয়শা খানমের মরদেহ নেত্রকোনায় নিজ গ্রামে দাফন করা হবে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি