ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ
প্রকাশিত : ১০:৩৬, ২০ মে ২০২৫

ইউক্রেনে যুদ্ধ বিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উভয় দেশের কর্মকর্তাদের কাছ থেকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সঙ্গীত স্কুল পরিদর্শককালে ট্রাম্পের সঙ্গে টেলিফোন কলে যুক্ত হন পুতিন।
টানা দুই ঘণ্টা ধরে হোয়াইট হাউজ ও ক্রেমলিনের মধ্যে চলে এই আলোচনা। উভয় দেশ এই আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করলেও যুদ্ধ বন্ধে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে শিগগিরই মস্কো ও কিয়েভ আলোচনায় বসবে। রুশ প্রেসিডেন্ট পুতিনও দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত।
ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনার পর পুতিন জানান, কিয়েভের সঙ্গে সমঝোতায় রাশিয়ার কোনো আপত্তি নেই। রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমরা আগ্রহী। এখন সবচেয়ে কার্যকর উপায়টি নির্ধারণ করাই মূল বিষয়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমরা একমত হয়েছি।
তিনি আরও বলেন, রাশিয়া একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে ইউক্রেনকে একটি সমঝোতা স্মারক দেওয়ার প্রস্তাব দিতে এবং সেই অনুযায়ী কাজ করতে প্রস্তুত।
এর আগে, ইউক্রেনে "রক্তপাত" বন্ধ করার বিষয়ে জোর দিবেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর মি. ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে।
এএইচ
আরও পড়ুন