ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে বলেছেন, রাশিয়ার সামরিক হুমকি মোকাবেলোয় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। 

এ কথা জানিয়েছে হোয়াইট হাউস। খবর এএফপি’র।

এ দুই প্রেসিডেন্টের প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্নিশ্চিত করেন।’

এ ছাড়া বাইডেন ইউরোপের পূর্বাঞ্চলীয় ন্যাটোর মিত্র নয় দেশের নেতার প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার অস্থিতিশীল সামরিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। তিনি মিত্র দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষার জন্য ন্যাটোর অবস্থান অটল রাখার বিষয়েও আলোচনা করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি