ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ইউনাইটেডকে এক গোলে হারিয়ে সেমি ফাইনালে চেলসি

প্রকাশিত : ০৯:১৮, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:১৮, ১৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ম্যানচেস্টার ইউনাইটেডকে এক গোলে হারিয়ে এফএ কাপের সেমি ফাইনালে উঠেছে চেলসি। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ৩৫ মিনিটে আন্দ্রে হেরেরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে গেলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ম্যান ইউকে। বিরতির ৬ মিনিট পর কান্তে দুরপাল্লার জোরালো শটে গোল করে চেলসিকে এগিয়ে দেন। এরপর মরিয়া হয়ে আক্রমণ চালায় ম্যান ইউ। তবে শেষরক্ষা হয়নি। এক গোলের হার নিয়ে বিদায় নিতে হয় এফএ কাপ থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি