ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ইফতার সামগ্রী ভেজালমুক্ত রাখার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

রমজান মাসে ইফতার সামগ্রী ভেজালমুক্ত রাখার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন।
দুপুরে রাজধানীর চকবাজার এলাকায় শাহী মসজিদের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রমজান মাসে যেসব খাবার বেশি বিক্রি হয়, সেসব পণ্য সংরক্ষণ ও বিপননে রাসায়নিক ব্যবহার করেন বিক্রেতারা। তারা বলেন, এসব খাবার গ্রহনে স্বাস্থ্য ঝুকিতে পড়ছেন নগরবাসী। বিষ ও ভেজালমুক্ত ইফতার সামগ্রী নিশ্চিত করতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় কর্মসূচি থেকে ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি