ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ
প্রকাশিত : ০৮:২৫, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১৩, ২৯ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সোমবার। ব্যালট পেপারে প্রচলিত ভোটের পাশাপাশি ইভিএম ব্যবহারের সুযোগ রাখতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব আজই মন্ত্রিসভার বৈঠকে তোলা হচ্ছে। যদিও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিভিন্ন মহলের আপত্তি রয়েছে।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন সম্ভব নয়। সোমবার আরপিও সংশোধনী বিল মন্ত্রিসভায় উঠানো হবে। বিলটি পাসের জন্য বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর জাতীয় সংসদে পাস করতে হবে। তবে সোমবার জাতীয় সংসদের শেষ অধিবেশন। ফলে আপাতত সংসদে আরপিও সংশোধনের আর সুযোগ নেই। তবে মন্ত্রিপরিষদ যে নির্দেশনা দিবে সে মোতাবেক কাজ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহারের বিধান করা হলেও জাতীয় সংসদ নির্বাচনে এর বিধান নেই। তবে আরপিও সংশোধনী প্রস্তাবনা সংসদে পাস না হলেও নির্বাচনে এক প্রকার ইভিএম ব্যবহারের সব প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের আটটি আঞ্চলিক এলাকায় গত শনিবার অনুষ্ঠিত হয়েছে ইভিএম মেলা। পাশাপাশি আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় ইভিএম মেলা করবে ইসি। যদি মন্ত্রিপরিষদের সভায় আরপিও সংশোধনী অনুমোদন হয় তাহলে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যকর করার সুযোগ রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনী প্রস্তাবে প্রধান বিষয়টিই হচ্ছে, সংসদ নির্বাচনে প্রচলিত ব্যালট পেপারের পাশাপাশি ইভিএম ব্যবহার। এ ছাড়া আরপিও সংশোধনীতে নির্বাচন কমিশনের আরো কয়েকটি প্রস্তাবের মধ্যে অনলাইনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান সংযোজন করার বিষয়টিও রয়েছে। এসব প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আরপিওতে সংযোজন হলে নির্বাচন কমিশন (ইসি) এসব বিধান নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত এবং একাদশ সংসদ নির্বাচনের ম্যানুয়াল প্রকাশ করবে।
এসএ/
আরও পড়ুন