ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ইসরাইলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদে বাহরাইনে বিক্ষোভ অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২০

বাহরাইনের বিভিন্ন এলাকায় ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা- ইকনা

বাহরাইনের বিভিন্ন এলাকায় ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা- ইকনা

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে স্বাক্ষর করার পর বাহারাইনে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। খবর বাহরাইন মিরর, ইকনা ও পার্স টুডে’র। 

নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও বিক্ষোভকারীরা রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন। বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধ্বংস কামনা করে লেখা নানা ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তারা বিভিন্ন রকম স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বাহরাইনের টানা বিক্ষোভ থেকে এ কথা পরিষ্কার হচ্ছে যে, ছোট এই আরব রাষ্ট্রের রাজতান্ত্রিক সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলেও জনমত ভিন্ন দিকে রয়েছে।

বিক্ষোভকারীরা সে কথা পরিষ্কার করে বলেছেনও। তারা জানিয়েছেন, বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি