ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলের ইরান হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েলের একটি উদ্যোগ শেষ পর্যন্ত থেমে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে। তেহরানের পারমাণবিক সক্ষমতা পিছিয়ে দিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে ইসরায়েলের এই হামলার পরিকল্পনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত এক বছর পেছিয়ে দেওয়া। খবর আলজাজিরার।

তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে। এর আগের দফা আলোচনা হয়েছিল ওমানে।

২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এতে ইরান কতটা এগিয়েছে—তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি