ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইসি মাহবুব যা বলেছেন তা আত্মপ্রবঞ্চনা: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের কঠোর সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, গতকাল তিনি যা বলেছেন পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা, পদত্যাগ করে এসব কথা বলা উচিত ছিল।

বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়েছিল। সংস্কার চলমান প্রক্রিয়া। যুগের চাহিদা অনুযায়ী এটা হতেই পারে।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মাহবুব তালুকদারের বক্তব্য নির্বাচন কমিশনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে না।

এর আগে বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি মাহবুব বলেন- খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঢাকার দুই সিটি নির্বাচনে তিনি দেখতে চান না। তাঁর অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচনপ্রক্রিয়ার কাছে বন্দী। এ জন্য নির্বাচনপ্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি