ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ইসিকে ভয় দেখিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট: এইচ টি ইমাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:১৫, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৭ নভেম্বর) ইসির সঙ্গে সংলাপ শেষে দলটির প্রতিনিধি দলের প্রধান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান।

এইচ টি ইমাম বলেন, গত কয়েক দিনে অনেকগুলো রাজনৈতিক দল ও জোট কমিশনের সঙ্গে সংলাপ করেছে। তাদের মধ্যে একমাত্র জাতীয় ঐক্যফ্রন্টের কেউ কেউ অযাচিত, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবর্জিত বক্তব্য দিয়েছে। তর্জনি উঁচিয়ে ইসিকে ভয়ভীতি দেখিয়েছে। জনগণ তা সহ্য করবে না; ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।

তফসিল প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ও নির্বাচন সম্পূর্ণ কমিশনের ব্যাপার। তারা যেটা করবে, তাতে আওয়ামী লীগের সম্পূর্ণ সমর্থন থাকবে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ইসির সঙ্গে এ নিয়ে আমাদের আলোচনা হয়নি। তবে আওয়ামী লীগ কখনও সেনা মোতায়েনের বিরুদ্ধে নয়। আমরা বলেছি, প্রচলিত আইনের অধীনে যেভাবে সেনা মোতায়েন করা যেতে পারে, সেভাবে সেনা মোতায়েন করলে তাতে আমাদের কোনও আপত্তি নেই। বলেছি, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কমিশন সেনা মোতায়েন করতে পারে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি