ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ইস্টার সানডে হামলায় মাদকচক্র দায়ী: মাইথ্রিপালা

আন্তর্জাতিক

প্রকাশিত : ২১:১৭, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ২১:২১, ১৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলংকায় ইস্টার সানডে'র দিনে ভয়াবহ হামলার ঘটনায় কোনো জঙ্গিগোষ্ঠী নয়, মাদকচক্র দায়ী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের কারণে মাদকচক্র এ হামলার ঘটনা ঘটিয়েছে। সোমবার এক বিবৃতিতে এ কথা জানান মাইথ্রিপালা সিরিসেনা।

তবে প্রেসিডেন্টর এ বক্তব্যকে প্রত্যাখান করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। (খবর আনাদোলুর)

প্রেসিডেন্ট মাইথ্রিপালা বলেন,দেশজুড়ে মাদকের বিরুদ্ধে অবস্থানের কারণে মাদক সম্রাটদের টনক নড়েছে।তাই তারা আমার সম্মানহানির উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

তবে যাই করুক দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলবে।কোনভাবেই আমাকে ভয় দেখিয়ে নিবৃত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

চলতি বছরের ২১ এপ্রিল দেশটিতে খ্রীষ্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানদের দিন কয়েকটি গীর্জা ও হোটেলে আত্মঘাতি হামলা চালায় এক সন্ত্রাসী।

এঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করে।তবে তারা উল্লেখযোগ্য কোনো প্রমাণ দেখাতে না পারায় সন্দেহের তীর যায় দেশটির ন্যাশনাল তাওহীদ জামাতের (এনটিজে) দিকে।

এলক্ষ্যে শত শত মুসলিমকে কোনো কারণ ছাড়াই আটক করা হয়। দেশজুড়ে কয়েকদফা কারফিউ জারি করা হয়।

উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে।সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

এমতাবস্থায় শ্রীলংকার প্রেসিডেন্টের এমন বক্তব্যে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি