ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ইয়াবাসহ সাবেক বিমানবালা ও তার প্রেমিক আটক

প্রকাশিত : ১১:০১, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:১২, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাবেক এক বিমানবালা ও তার প্রেমিককে ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে নগরের রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার জোবাইর উদ্দিন (২৮)।

আটকের পর র‌্যাবের কাছে স্মৃতি আক্তার নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান।

তিনি বলেন, সম্ভবত স্মৃতি আক্তার চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রেমিক জোবাইর উদ্দিনের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন স্মৃতি আক্তার।

মো. মাশকুর রহমান বলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা দুইজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি