ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ইয়েলো এবং বিউএফটি ফ্যাশন ফেস্ট-২০১৯

প্রকাশিত : ২০:৫৫, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ২০:৫৮, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ইয়েলো এবং বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় (বিউএফটি) যৌথভাবে ‘ফ্যাশন ফেস্ট ২০১৯’ আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউএফটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দীক, ইয়েলো’র এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি এবং বিউএফটি ভাইস চান্সেলর প্রফেসর ইন্জিনিয়ার আইয়ুব নবী খান।

চেতন চিত্তউরিয়া, ইয়েলোর ডিজাইন বিভাগের প্রধান সেখানে ফ্যাশন শিক্ষার্থীদের জন্য একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। ওয়ার্কশপে বক্তা হিসেবে ছিলেন, রাহুল ভিজেএ, প্রখ্যা ফ্যাশন তারকা ও ডিজাইনার সিদ্ধার্থ বানশাল, সুসান্দ আব্রল এবং ম্যাক কসমেটিক সার্টিফাইড তারকা মেকআপ আর্টিস্ট মানডিপ ম্যান্ডি।

ইয়েলো ফ্যাশন শোতে ২৫ জন নির্বাচিত ছাত্র মডেল হিসেবে রানওয়েতে ইয়েলোর বৈশাখ-২০১৯ এবং বসন্ত কালেকশন প্রদর্শন করে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি