ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩০, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ কমলাপুর রেল স্টেশন থেকে দেয়া হয়েছে আগামী ২১ জুনের টিকিট। এদিন খুববেশি ভিড় ছিল না কাউন্টারগুলোতে, যদিও ভোর রাত থেকেই টিকিটের জন্য লাইনে দাড়িয়েছিলেন অনেকে। শেষ পর্যন্ত টিকিট যারা পেয়েছেন ঈদের খুশি তাদের চোখেমুখে। সুষ্ঠভাবে ঈদ যাত্রা নিশ্চিত করতে সব ব্যাবস্থা রাখার কথা জানিয়েছেন রেলের মহাপরিচালক।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ি সকাল থেকে শুরু হয় ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। প্রথমদিন কমলাপুর রেলস্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়।

সোমবার ২৩টি কাউন্টার থেকে দেয়া হয় ৩১টি আন্ত:নগর ট্রেনের মোট ২২ হাজার একশ’ ২২টি টিকিট। এরমধ্যে কোটা ভিত্তিতে বরাদ্দ টিকিট ছাড়া বাকিগুলো কাউন্টারে বিক্রি করা হয়। টিকিটের জন্য অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়ান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট নামের সোনার হরিণ পেয়ে খুশি তারা।
তবে, মহিলা কাউন্টার গুলো ছিল অনেকটাই ফাঁকা।
কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে রেলের মহাপরিচালক জানান, যাত্রীদের সুবিধার্থে সব ধরণের ব্যবস্থা রেখেছে কতৃপক্ষ।
একজন যাত্রী কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকিট। ১৩ জুন দেয়া হবে ২২ জুনের টিকিট।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি