ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঈদ সামনে রেখে অর্থনীতির চাকা সচল করার প্রক্রিয়া হয় গতিশীল

প্রকাশিত : ১৫:১৪, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৪, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ অর্থনীতির আকার নিয়ে প্রাতিষ্ঠানিক কোন জরিপ না থাকলেও ব্যবসায়ীরা ধারণা করছেন, এবার প্রায় ২ লাখ ৭০ হাজার কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এর মধ্যে পোশাকে প্রায় ২৫ হাজার কোটি এবং বাকিটা ভোগ্যপণ্য, অলংকার ও ভ্রমণসহ আনুষাঙ্গিক খাতে। ব্যবসায়ীদের মতে, ঈদ সামনে রেখে অর্থনীতির চাকা সচল করার প্রক্রিয়া গতিশীল হয়। নববর্ষ, ঈদ কিংবা পূজা পার্বনে অর্থনীতিতে আসে বাড়তি গতি। সামাজিক উৎসবে সম্পদের ব্যবহারের পাশাপাশি বাড়ে অর্থের লেনদেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে  রমজান মাসে আয় ব্যায়ের নতুন খাতা খুলতে হয় ব্যবসায়ীদের। ঈদের সবচেয়ে বড় বাজার পোশাকের। রাজধানীর ইসলামপুরের একাংশ থেকেই এবার প্রায় হাজার কোটি টাকার লেনদেন নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা। বাকী অংশের সঙ্গে সারাদেশের ব্যবসা মিলিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকাতো হবেই। ভোগ্য পণ্যের মধ্যে ঈদ আপ্যায়ন অনুষঙ্গ সেমাইয়ের চাহিদা থাকে প্রায় ৭০ লাখ কেজি। যার বাজার মূল্য ১শ ১০ কোটি টাকার কাছাকাছি। অন্যান্য অনুষঙ্গতো থাকছেই। এছাড়া সংশ্লিষ্টদের তথ্য মতে, জুতায় কমবেশি ১ হাজার ২শ কোটি টাকা, অলকাংরে ৯০ থেকে ১শ কোটি টাকা, নতুন গাড়িতে প্রায় ৮০ কোটি টাকা এবং ভ্রমণে প্রায় ১ শ কোটি টাকার লেনদেন এবার ঈদেই করা হয়েছে। এবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ১৪৩ কোটি ১৭ লাখ ডলার। যার সিংহভাগই ঈদকেন্দ্রীক লেনদেনে ব্যবহৃত।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি