বাংলাদেশি শ্রমিকদের অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৭:০৮, ২ মে ২০২৫

ফিজির রাজধানী সুভায় অবস্থিত একটি সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিক তাদের কর্মস্থলে বিভিন্ন ধরনের শোষণ ও অনিয়মের অভিযোগ নিয়ে সরাসরি হাজির হন দেশটির প্রধানমন্ত্রী স্টিভেনি রাবুকার কাছে। দেশটির প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে শ্রমিকরা তাদের দুরবস্থার চিত্র তুলে ধরেন। তারা অভিযোগ করেন, কর্মস্থলের মালিকপক্ষ তাদের অপর্যাপ্ত আবাসন, পর্যাপ্ত খাবারের ঘাটতি এবং চুক্তি অনুযায়ী সুবিধা না দেওয়ার মতো গুরুতর অনিয়ম করছে।
গতকাল বৃহস্পতিবার সুভায় ফিজির প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে যান এই শ্রমিকরা। প্রধানমন্ত্রী তাদের সাক্ষাৎ দিলে তারা সুপারমার্কেটের মালিকপক্ষের বিরুদ্ধে নিজেদের আবাসনের দুরবস্থা, প্রয়োজনীয় খাবারের অভাব এবং নিয়োগচুক্তির লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলেন।
প্রধানমন্ত্রী রাবুকা তাদের অভিযোগ শোনেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেন এবং যেসব অভিযোগ এই শ্রমিকরা নিয়ে এসেছেন— সেসব তদন্ত করতে কর্মসংস্থান মন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে নির্দেশ দেন।
বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী রাবুকা বলেন, “আত্মসম্মানে আঘাত হানে— এমন কোনো জীবনযাপনের দিকে কোনো কর্মীকে ঠেলে দেওয়া উচিত নয়। আইন মেনে চলা একটা ব্যাপর, কিন্তু শ্রমিকদের জীবনযাপনের মান উন্নত করার ব্যাপারটি শুধু আইন নয়— নিয়োগ কর্তৃপক্ষের সদিচ্ছার ওপরও নির্ভর করে।”
ফিজির প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের ফিজির অনেক নাগরিকও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। আমরা কখনও চাই না যে তাদের সঙ্গে বাজে ব্যবহার করা হোক কিংবা তাদেরকে ঠকানো হোক। ঠিক সে কারণেই ফিজিতে যেসব বিদেশি নাগরিক কাজ করছেন, তাদের প্রতি আমাদের আচরণ অনুরূপ হওয়া উচিত।”
এমবি//
আরও পড়ুন