ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ঈদ সামনে রেখে সুই শিল্পীদের ব্যস্ততা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৬ জুন ২০১৮

ঈদ সামনে রেখে মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের সুই শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। চুমকি-পুঁতি-সুতায় তারা আকর্ষণীয় করে তুলছে প্রতিটি জামা। ব্যস্ত মুন্সীগঞ্জের ছোট-ছোট পোশাক কারখানার কর্মীরাও। তবে  সন্তুষ্ট নয় মজুরিতে।

হাতের নিপুণ ছোঁয়ায় ফুটে উঠছে ফুল-পাতাসহ নানা নকশা। বাহারি কারুকাজে নতুন রূপ পাচ্ছে শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি ও অন্যান্য পোশাক।

ঠাঁকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় তিন হাজারের বেশি নারী এতে জড়িত। বাড়তি আয়ের জন্য পরিবারের কাজের ফাঁকে পোশাকে পুঁতি-চুমকি বসান তারা।

কাঠের ফ্রেমে কাপড় আটকে মনোমুগ্ধকর হস্তশিল্পে মগ্ন সবাই। এই ব্যস্ততা সংসারে আনছে সচ্ছলতা।

মানিকগঞ্জে সুই-সুতার কারুকাজ ফুটিয়ে তুলতে ব্যস্ত নারীরা। পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার কামিজে এ কাজ করছে প্রায় দশ হাজার কর্মী।

ব্যস্ত সময় পার করছে মুন্সীগঞ্জের ক্ষুদে পোশাক কারখানার শ্রমিকরাও। রামপাল, পঞ্চসার ও বজ্রযোগীনি ইউনিয়নের পাঁচ শতাধিক কারখানায় দিনরাত ব্যস্ত ৫ থেকে ৭ হাজার কর্মী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি