ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঈদযাত্রায় চাঁপদুপরে অতিরিক্ত লঞ্চ (ভিডিও)

প্রকাশিত : ১১:৫১, ২৭ মে ২০১৯

ঈদুল ফিতর সামনে রেখে ভ্রমণ নিরাপদ ও ভোগান্তিমুক্ত রাখতে চাঁদপুর লঞ্চঘাটে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘাটে নিয়মিত ৩৫টি লঞ্চের পাশাপাশি এবার অতিরিক্ত ১০ থেকে ১২টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঘাটে চুরি, ছিনতাই রোধে তৎপর রয়েছে পুলিশ।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রস্তুত চাঁদপুর নৌ টার্মিনাল।  মালিক প্রতিনিধিরা বলছে, ছোটখাটো ত্র“টি থাকা লঞ্চগুলো এরিমধ্যে মেরামত করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, ঘাটের চলমান সমস্যা সমাধান করা হয়েছে। কিছু সংস্কার কাজ চলছে। দুই একদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।

চুরি, ছিনতাইসহ যাত্রী ভোগান্তি যাতে না হয় সেদিকে নজর রাখবে পুলিশ।

চাঁদপুর নৌ-পথে প্রতিদিন ৩৫টি লঞ্চ চলাচল করে। লক্ষ্মীপুর, নোয়াখালীসহ বিভিন্ন এলাকার অন্তত ৭০ থেকে ৮০হাজার যাত্রীর জন্য নতুন করে ১০ থেকে ১২টি লঞ্চ যোগ হবে ঈদযাত্রায়। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি