ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর এলাকায় নাহিদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় মধুমতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিদ একই উপজেলার জয়পুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার রামকান্তপুর গ্রামে মা কাজলী বেগমের সঙ্গে নানাবাড়িতে ঈদ করতে আসে নাহিদ। ঈদের পরদিন রোববার বিকেলে কাজলী বেগমসহ কয়েকজন বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যান।

এ সময় কাজলী তার ছেলে নাহিদকে নদীর পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নামেন। এক পর্যায়ে নাহিদ নদীতে নেমে পড়লে স্রোতের টানে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুজি করে তাকে পায়নি। লোহাগড়া ফায়ার সার্ভিস এবং খুলনার ডুবরি দলের সদস্যরাও নাহিদকে উদ্ধার তরতে ব্যর্থ হন। পরে সোমবার সকালে মধুমতি নদীতে নাহিদের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে।

এমএইচ/আরকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি