ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঈদে ১ কোটি পরিবার পাচ্ছে সরকারি চাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৩ জুলাই ২০২০

আসন্ন ঈদুল আযহার আগে দেশের ১ কোটি ৭ হাজার দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার। ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হবে। 

আজ সোমবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এ তথ্য জানান। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এসব  চাল বিতরণ শেষ হবে বলেও জানান তিনি। 

চলমান করোনা সংকটে জনসাধারনের ভোগান্তির কথা চিন্তা করে সরকার ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে জানিয়ে প্রতিমন্ত্রী  বলেন, ‘এবার কোরবানীর ঈদ সামনে রখে ভিজিএফ কার্ডের আওতায় দুস্থ ও অতিদরিদ্র ১ কোটি ৬ হাজার ৮শ ৬১টি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে।’
 
এর আগে এ কার্যক্রমের আওতায় এক লাখ ৬৮ মেট্টিক টন চাল বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।  
 
যে সকল পরিবারের কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া, দিনমজুর অথবা নারী শ্রমিকের আয় ও ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল এ দুস্থরাই এসব চাল পাবেন। যা ঈদের আগে দুস্থ পরিবারগুলো তুলতে পারবেন বলে জানান তিনি। 

চাল বিতরণে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সম্পৃক্ততা থাকবে বলেও জানান ডা. এনামুল রহমান।। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি